ওয়েস্ট ইন্ডিজে সাদা পোশাকে দেখা যাবে না মুশফিককে |
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪
মুশফিকুর রহিম/ফাইল ছবিক্রিকেটবিষয়ক ভারতীয় সংবাদমাধ্যম ক্রিকবাজকে শুক্রবার (৮ নভেম্বর) এমনটি জানিয়েছেন জাতীয় দলের এক নির্বাচক।
মুশফিকের চোট নিয়ে ক্রিকবাজকে সেই নির্বাচক বলেছেন, মুশফিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে না যেহেতু তার সেরে উঠতে এক মাস বা তার বেশি লাগবে। সেই সফরে ওয়ানডেতে খেলবে কি না এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। হাতে সময় আছে।
এই মাসের দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরটি হতে যাচ্ছে পূর্ণাঙ্গ সফর। যার অর্থ এই সফরে তিন ফরম্যাটেই খেলবে বাংলাদেশ দল। এর মধ্যে দুই টেস্টের সিরিজ দিয়ে সফর শুরুর পর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে।
এদিকে আফগানিস্তানের বিপক্ষে পরের দুই ওয়ানডেতে মুশফিককে না পাওয়া নিয়ে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেছেন, ‘মুশফিক ভাইয়ের বিষয়টা দুঃখজনক, ইনজুরি হয়েছে। মুশফিক ভাই দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি। কারণ সে যেভাবে ক্রিকেট খেলে | সার্ভিস দিয়ে গেছে অসাধারণ ছিল।

Post a Comment