জয়ের পথে ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক |

জয়ের পথে ডোনাল্ড ট্রাম্প |


                             6th November, 2024  
https://www.profitablecpmrate.com/hhz6e73v2k?key=b0a84a7763b1394272862771e1abef28

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সবশেষ পাওয়া ফলাফলে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২৬৭টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। ট্রাম্পের নির্বাচনী প্রতিপক্ষ ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ১৯৪টি ইলেকটোরাল কলেজ ভোট।

বুধবার (৬ নভেম্বর) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও ভয়েস অব আমেরিকা। ফলে ২৬৭টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে জয়ের পথে রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট।

একটু আগে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে বক্তব্য দিচ্ছেন রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে আছে স্ত্রী মেলানিয়া ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জে ডি ভ্যান্স।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য ও ডিসট্রিক্ট অব কলাম্বিয়ায় মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে হলে কোনো প্রার্থীকে অন্তত ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে হয়। তাই এটিকে ‘ম্যাজিক’ সংখ্যা বলা হয়। সেই ম্যাজিক সংখ্যা পেতে চলেছেন ট্রাম্প।

মূলত এখন পর্যন্ত ফলাফলে কোনো অঘটন ঘটেনি। দেশটির অঙ্গরাজ্যেগুলোতে যা ফলাফল দেখা যাচ্ছে, ফল সেরকম হবে বলে আগেই ধারণা করা হয়েছিল।

https://www.profitablecpmrate.com/hhz6e73v2k?key=b0a84a7763b1394272862771e1abef28

Post a Comment

Previous Post Next Post