যুক্তরাষ্ট্রে ভয়ে অবৈধ অভিবাসীরা |
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪;
পিউ রিসার্চ সেন্টারের জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এক কোটিরও বেশি বৈধ কাগজপত্রহীন অভিবাসী আছে |https://www.profitablecpmrate.com/zueh8u1kz?key=c0a32b7d31589feb1b460d3cea6c22dc
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বড় জয় পেয়ে আবার হোয়াইট হাউসে ফিরছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় এলে তিনি দেশ থেকে অবৈধ অভিবাসীদের বের করে দেবেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বড় জয় পেয়ে আবার হোয়াইট হাউসে ফিরছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় এলে তিনি দেশ থেকে অবৈধ অভিবাসীদের বের করে দেবেন।
বিবিসি সংবাদদাতা বার্নড ডেবুসম্যান জুনিয়র লিখেছেন, ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর অবৈধ অভিবাসীদের অনেকে তাদের ভয় আর অনিশ্চয়তার কথা বলেছেন। তাদের ভয় ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর অনেককেই নিজ দেশে পাঠিয়ে দেওয়া হতে পারে |
https://www.profitablecpmrate.com/zueh8u1kz?key=c0a32b7d31589feb1b460d3cea6c22dc

Post a Comment